বাংলা

মার্কিন রাজধানীতে পৌঁছেছে দুই পান্ডা

CMGPublished: 2024-10-16 19:37:25
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে চীনের দুই জায়ান্ট পান্ডা। দক্ষিণ পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশ থেকে আকাশপথে ১৯ ঘন্টা পাড়ি দিয়ে মঙ্গলবার মার্কিন মুল্লুকে পৌঁছায় পান্ডা জুটি পাও লি এবং ছিং বাও।

ফেডেক্স পানডা এক্সপ্রেস এর একটি বিশেষ বোয়িং ৭৭৭ বিমানে স্থানীয় সময় সকাল দশটায় ওয়াশিংটন পৌছায় পান্ডা যুগল।

এয়ারপোর্ট থেকে তাদের বিশেষ পরিবহনে পাঠানো হয়েছে স্মিথসোনিয়ানস ন্যাশনাল জু এবং কনজারভেশন বায়োলজি ইন্সটিটিউটে। আন্তর্জাতিক জায়ান্ট পান্ডা সুরক্ষা সহযোগিতা প্রোগ্রামের আওতায় বছর দশেক এখানে থাকবে তারা।

এই নিয়ে চলতি বছর দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে পান্ডা পাঠালো চীন। ২৭ জুন জায়ান্ট পান্ডা জুটি ইয়ুন ছুয়ান এবং সিন পাওকে ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয়।

শান্তা/মিম

Share this story on

Messenger Pinterest LinkedIn