বাংলা

চীন-লাওস বাস্তব সহযোগিতা বাড়ানোর আহ্বান লি ছিয়াংয়ের

CMGPublished: 2024-10-12 18:32:43
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১২, সিএমজি বাংলা ডেস্ক: লাওসের সঙ্গে অভিন্ন ভবিষ্যত গড়ে তুলতে উচ্চমান ও উচ্চস্তরের সহযোগিতায় কাজ করতে প্রস্তুত চীন। লাওসের ভিয়েনতিয়েনে লাও পিপলস রেভোলিউশনারি পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং লাও সভাপতি থংলুন সিসুলিথের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন চীনা প্রধানমন্ত্রী লি ছিয়াং।

থংলুনকে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংয়ের অভিনন্দন পৌঁছে দিয়ে, পূর্ব এশিয়া সহযোগিতার বিষয়ে নেতৃবৃন্দের সফল ধারাবাহিক সম্মেলন আয়োজন করায় লাওসকে অভিনন্দন জানান লি।

লি বলেন, চীন ও লাওস সমাজতান্ত্রিক কমরেড। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে গত ৬০ বছরে, দুই পক্ষ এবং দুই দেশের মধ্যে সম্পর্ক বিশ্বের পটভূমি পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং নতুন প্রাণশক্তির সঞ্চার করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সি চিনপিং ও থংলুন নতুন যুগে একটি অভিন্ন ভবিষ্যত নিয়ে চীন-লাওস সম্প্রদায়ের নির্মাণে নেতৃত্ব দেওয়ার জন্য একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ বজায় রেখেছেন।

তিনি উল্লেখ করেন, চীন দৃঢ়ভাবে লাওসকে তার জাতীয় অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সমাজতান্ত্রিক পথ অনুসরণ করার ব্যাপারে সমর্থন করে এবং মূল স্বার্থ ও উদ্বেগের বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করতেও প্রস্তুত রয়েছে।

লি বলেন, চীন ও লাওসের উচিত বাণিজ্য, বিনিয়োগ, উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ, খনিজ ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা বাড়ানো।

থংলুন প্রেসিডেন্ট সি’র কাছে তার আন্তরিক শুভেচ্ছা জানাতে বলেন প্রধানমন্ত্রী লি ছিয়াংকে। ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সাফল্যের পাশাপাশি গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকীতে লিকে অভিনন্দন জানান তিনি।

কমরেড সি চিনপিংয়ের সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে চীনের ঐতিহাসিক উন্নয়ন অর্জন এবং এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবকে স্বাগত জানিয়ে থংলাউন বলেন, লাও পার্টি, সরকার ও জনগণ সবসময় চীনকে ভালো প্রতিবেশী, ভালো বন্ধু বিবেচনা করেছে।

থংলুন বলেন, লাওস দৃঢ়ভাবে এক-চীন নীতি মেনে চলে। তাইওয়ান, সিনচিয়াং ও হংকং সংক্রান্ত বিষয়ে চীনকে দৃঢ়ভাবে সমর্থন করে।

ফয়সল/শুভ

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn