বাংলা

চীনা ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

CMGPublished: 2024-10-11 16:23:13
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১১: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং গতকাল বৃহস্পতিবার ভিয়েনতিয়েনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, বর্তমানে চীন ও কম্বোডিয়ার অভিন্ন স্বার্থের সমাজ গঠনকাজ গুণমান, উচ্চপর্যায় এবং উচ্চ-মানদণ্ডের নতুন যুগে প্রবেশ করেছে। চীন অব্যাহতভাবে কম্বোডিয়াকে নিজের সার্বভৌমত্ব ও কৌশলগত স্বতন্ত্র রক্ষা করতে সমর্থন করে। দেশটির সঙ্গে কৌশলগত আস্থা, চীন-কম্বোডিয়া অভিন্ন স্বার্থের সমাজ গঠনের জন্য কার্যসংলাপ ও পরিকল্পনা বাস্তবায়ন করা, শিল্প উন্নয়নের করিডোর বেগবান করা, মত্স্য ও চাউল করিডোর গঠনসহ নানা সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং।

হুন মানেত বলেন, কম্বোডিয়া এক চীন নীতিতে অবচিল রয়েছে। দু’দেশে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে এবং চীন-কম্বোডিয়া অভিন্ন স্বার্থের সমাজ গঠন করতে ইচ্ছুক বলেও জানান কম্বোডিয়ার প্রধানমন্ত্রী।

Share this story on

Messenger Pinterest LinkedIn