বাংলা

১৪তম সিপিপিসিসি’র স্থায়ী কমিটির নবম অধিবেশন শুরু

CMGPublished: 2024-10-10 15:25:12
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১০: চীনের ১৪তম গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন-সিপিপিসিসি’র স্থায়ী কমিটির নবম অধিবেশন গতকাল (বুধবার) বেইজিংয়ে শুরু হয়েছে। এ অধিবেশনের প্রধান বিষয় হলো সিপিপিসিসি প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে সাধারণ সম্পাদক সি চিন পিং’র গুরুত্বপূর্ণ ভাষণের চেতনা ধারন করা। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য, সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য এবং চীনের কেন্দ্রীয় সম্প্রচার বিভাগের মন্ত্রী লি শু লেই উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনা করেন এবং সিপিপিসিসি’র সদস্যদের অভিমত ও পরামর্শ শুনেছেন। তিনি বলেন, সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন চিন পিং কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সংগঠনের ওপর গুরুত্বরাপ দেয় এবং সাংস্কৃতিক কার্যকলাপে ঐতিহাসিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। নতুন যুগে সবার উচিত সি চিন পিং’র সাংস্কৃতিক চিন্তাধারা সম্পর্কে গভীর অনুশীলন ত্বরান্বিত করা, সাংস্কৃতিক ও শিল্পের সমৃদ্ধ ও উন্নয়ন করা, সাংস্কৃতিক পুরাকীর্তি সংরক্ষণ ও ধারণ করার পাশাপাশি চীন জাতির সভ্যতার প্রভাব বৃদ্ধি করা এবং নতুন যুগে সাংস্কৃতিক দায়িত্ব পালন করা, যাতে পুরো জাতির সাংস্কৃতিক সৃজনশীলতা ও প্রাণশক্তিকে উদ্দীপিত করা যায় এবং সাংস্কৃতিকভাবে শক্তিশালী দেশে পরিণত করা সম্ভব হয়।

এবারের অধিবেশন দেড় দিন ধরে চলবে। অধিবেশনটি ভিডিও লিঙ্কের মাধ্যমে হ্য নান ও কুয়াং তোং প্রদেশ এবং সিন চিয়াং অঞ্চলের সিপিপিসিসির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn