বাংলা

প্রথম নয় মাসে ইয়াংজি নদীর অঞ্চলে চীন-ইউরোপ মালবাহী ট্রেনের সংখ্যা ১৫.৭% বেড়েছে

CMGPublished: 2024-10-01 17:37:04
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অক্টোবর ১: এই বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ইয়াংজি নদী বদ্বীপে মোট ২৩০৪টি চীন-ইউরোপ ট্রেন চলাচল করেছে এবং ২.৩৭ লাখ স্টেন্ডার্ড কনটেনারের পণ্য পাঠিয়েছে। যা গত বছরের তুলনায় যথাক্রমে ১৫.৭% এবং ১৫.৩% বৃদ্ধি পেয়েছে। ৩০ সেপ্টেম্বর চায়না রেলওয়ে সাংহাই গ্রুপ কোং লিমিটেড থেকে এ তথ্য জানা গেছে।

এই বছরের শুরু থেকে, ইয়াংজি নদীর ডেল্টায় চীন-ইউরোপ মালবাহী ট্রেনের সংখ্যা টানা সাত মাসে প্রতি মাসে ২৩০ ছাড়িয়েছে। এই বছরের ১৫ জুন ইয়িউ থেকে জার্মানির ডুইসবার্গ পর্যন্ত প্রথম পূর্ণ-সময়সূচী চীন-ইউরোপ মালবাহী ট্রেনটি নিরাপদে পৌঁছেছে এবং ২৯০০ টিইইউ পরিবহন করেছে। ট্রেন চলাচলের সময় আহের ১৯ দিন কমিয়ে বর্তমানে প্রায় ১৩ দিন করা হয়েছে।

শিগগিরই সাংহাইয়ে অনুষ্ঠিত হবে ৭ম চীনের আন্তর্জাতিক আমদানি মেলা। বর্তমানে, এটি নির্ধারণ করা হয়েছে যে এই মেলায় প্রদর্শিত কিছু প্রসাধনী, যান্ত্রিক সরঞ্জাম এবং অন্যান্য প্রদর্শনী চীন-ইউরোপ মালবাহী ট্রেনের মাধ্যমে প্রদর্শনীর জন্য সাংহাইতে নিয়ে যাওয়া হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn