মার্কিন মানববাহী ‘ড্রাগন’ মহাকাশযান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভিড়েছে
সেপ্টেম্বর ৩০: যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় গতকাল (রোববার) আমেরিকান স্পেস এক্সপ্লোরেশন টেকনোলজি কোম্পানির ‘ড্রাগন’ মহাকাশযান একজন আমেরিকান এবং একজন রাশিয়ান মহাকাশচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে এবং স্বয়ংক্রিয় ডকিং সম্পন্ন করেছে।
‘ক্রু-৯’ নামের এই মহাকাশ অভিযানটি নবমবারের মতো মানববাহী ড্রাগন মহাকাশযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জন্য পালাক্রমিক মহাকাশচারীদের বহন করে নিয়ে যায়। নাসা বলেছে যে, দুই নভোচারী স্পেস স্টেশনে ২০০টিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং প্রযুক্তি প্রদর্শন পরিচালনা করবেন, যার মধ্যে রয়েছে রক্ত জমাট বাঁধার গবেষণা, মহাকাশের পরিবেশে উদ্ভিদের বৃদ্ধিতে আর্দ্রতার প্রভাব এবং মহাকাশচারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন।
পরিকল্পনা অনুসারে ‘ড্রাগন’ মহাকাশযানটি আগামী বছরের ফেব্রুয়ারিতে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনে দুই মহাকাশচারীকে বহন করার পাশাপাশি বোয়িংয়ের ব্যর্থতার কারণে মহাকাশ স্টেশনে আটকে থাকা দুই আমেরিকান নভোচারীকেও ফিরিয়ে আনবে।