বাংলা

তৃতীয় ডিজিটাল বাণিজ্য মেলায় ১৬৫.০৮ বিলিয়ন ইউয়ানের চুক্তি

CMGPublished: 2024-09-30 19:55:22
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩০: তৃতীয় ডিজিটাল বাণিজ্য মেলা গতকাল (রোববার) চেচিয়াং প্রদেশের হাংচৌ শহরে শেষ হয়েছে। এবারের মেলায় ১ হাজার ৫৪৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে, ৩০ হাজারও বেশি পেশাদার বণিক ও ২ লাখেরও বেশি দর্শক পরিদর্শন করেছে, ১১৩টি প্রকল্প স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য ১৬৫.০৮ বিলিয়ন ইউয়ান।

ডিজিটাল পণ্য বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি বাণিজ্য, ডিজিটাল পরিষেবা বাণিজ্য, ডেটা বাণিজ্য ও ডিজিটাল অর্ডারিং বাণিজ্য এই ৫টি ক্ষেত্রে কেন্দ্র করে এবং শিল্প ও বাজারের চাহিদা মিলিয়ে মেলায় একটি সামগ্রিক প্রদর্শনী এলাকা ও ৮টি পেশাদার প্রদর্শনী এলাকা স্থাপন করা হয়েছে, ৪৪৬টি নতুন প্রযুক্তি ও নতুন পণ্য প্রকাশিত হয়েছে।

এবারের মেলায় প্রায় ২০০ সম্মেলন ও অনুষ্ঠান আয়োজন করার পাশাপাশি প্রথমবারের মত ডিজিটাল বাণিজ্য ট্যালেন্ট স্কুল-এন্টারপ্রাইজ কো-বিল্ডিং কার্যকলাপ আয়োজন করে, যাতে ২০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কোম্পানি অংশগ্রহণ করেছে। একই সময়ে অনলাইন নিয়োগ ইভেন্ট আয়োজন করে ৬৩ হাজারেরও বেশি কর্মসংস্থান প্রদান করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn