লেবাননে হিজবুল্লাহ’র বেশ কয়েকজন সিনিয়র সদস্য ইসরায়েলের বিমান হামলায় নিহত
সেপ্টেম্বর ৩০: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গতকাল (রোববার) প্রকাশিত এক বিবৃতিতে জানায় যে, ২৭ সেপ্টেম্বর লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহ সদর দফতরে একটি সুনির্দিষ্ট বিমান হামলায় সংগঠনটির নেতা হাসান নাসরুল্লাহসহ ২০ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।
হিজবুল্লাহ গতকাল (রোববার) নিশ্চিত করেছে যে, ২৭ এবং ২৮ সেপ্টেম্বর ইসরায়েলি বাহিনীর ধারাবিহক বিমান হামলায় তাদের দুই সিনিয়র সদস্য নিহত হয়েছে। রোববার লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায় যে, বৈরুতের দক্ষিণ শহরতলিতে ওই দিন ইসরায়েল দুবার বোমা হামলা চালায়।