বাংলা

তাইওয়ানকে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে চীন

CMGPublished: 2024-09-30 20:15:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩০: যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের ওয়েবসাইটের সূত্র থেকে সম্প্রতি জানা গেছে, তারা চীনের তাইওয়ান অঞ্চলে প্রায় ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়েন ৩০ সেপ্টেম্বর বলেন, ‘স্বাধীন তাইওয়ানবাদীদের’ একটি শেষ পরিণতি এবং শক্তির মাধ্যমে স্বাধীনতা প্রচেষ্টাকে সহায়তা করলে যুক্তরাষ্ট্রের জেদ অবশ্যই নিজেকে পুড়িয়ে মারবে এবং এর পরিণতি ভোগ করতে হবে।

লিন চিয়েন বলেন যে, যুক্তরাষ্ট্র আবারও চীনের তাইওয়ান অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে, যা এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তেহার, বিশেষ করে ’১৭ আগস্টের ঘোষণাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে, এটি লাই ছিংতে এবং ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি কর্তৃপক্ষকে একগুঁয়েভাবে ‘স্বাধীন তাইওয়ান’ অনুসরণ করতে এবং এক-চীন নীতি জোরদার করাকে সমর্থন করে।

মুখপাত্র আরো বলেন, এটি আবারও প্রমাণ করে যে, তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার জন্য সবচে বড় হুমকি।

লিন চিয়েন জোর দিয়ে বলেন, চীন যুক্তরাষ্ট্রকে এক-চীন নীতি এবং তিনটি চীন-মার্কিন যৌথ ইস্তেহারকে মেনে চলা এবং তাইওয়ানকে যে কোনও উপায়ে অস্ত্র সরবরাহ করা বন্ধ করার তাগিদ দেয়। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে যত অস্ত্রই সরবরাহ করুক না কেন, চীন ‘স্বাধীন তাইওয়ানের বিরোধিতা এবং জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের প্রতিরক্ষার দৃঢ় প্রতিজ্ঞা ক্ষুণ্ণ করবে না বলে মুখপাত্র উল্লেখ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn