বাংলা

তাইপেইতে অষ্টম ক্রস-স্ট্রেট শিল্পীদের প্রদর্শনী শুরু

CMGPublished: 2024-09-29 17:02:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৯: ‘অষ্টম ক্রস-স্ট্রেট শিল্পীদের আমন্ত্রণমূলক প্রদর্শনী’ গতকাল (শনিবার) তাইওয়ানের তাইপেইতে শুরু হয়। আয়োজকরা আশা করেন, প্রদর্শনী আয়োজনের মাধ্যমে চীনা সংস্কৃতি প্রচার করা হবে, তাইওয়ান প্রণালীর দু’পাশের মানুষদের আরও কাছাকাছি আনা যাবে এবং ক্রস-স্ট্রেট সাংস্কৃতিক একীকরণ উন্নত হবে।

এবারের প্রদর্শনীতে ক্রস-স্ট্রেটের দুই শতাধিক শিল্পীর প্রায় ৩০০টি কাজ প্রদর্শিত হয়। এতে রয়েছে ক্যালিগ্রাফি, চিত্র, চীনামাটির তৈরি বাসনপত্র ইত্যাদি। শিল্পীরা এ কাজের মাধ্যমে চীনা সংস্কৃতির প্রতি গভীর বোঝাপড়া ও পরিচয় এবং ভবিষ্যতের প্রতি শুভকামনা জানান।

প্রদর্শনীটি ৬ অক্টোবর পর্যন্ত চলবে। এতে ১২টি সাংস্কৃতিক কার্যক্রম আয়োজন করা হবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn