বাংলা

সিএমজি-চিয়াংসু কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

CMGPublished: 2024-09-26 18:34:55
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৬: চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও চিয়াংসু প্রদেশের মধ্যে একটি কৌশলগত সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার) চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিংয়ে এ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিয়াংসু প্রদেশের চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) কমিটির সম্পাদক ও প্রদেশটির গণকংগ্রেসের স্ট্যাডিং কমিটির পরিচালক সিন ছাং সিং অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, ব্র্যান্ড হলো উচ্চমানের প্রতীক। চিয়াংসু প্রদেশ বরাবরই বিশিষ্ট ব্র্যান্ড উন্নয়নের ওপর গুরুত্ব দিতে আসছে। এদিকে, সিএমজি সবসময় চীনা ব্র্যান্ড প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ খাতে সিএমজির সাথে চিয়াংসু সর্বাত্মক সহযোগিতা চালিয়ে যাবে।

সিপিসি’র প্রচার বিভাগের উপমন্ত্রী পর্যায়ের কর্মকর্তা ও সিএমজি’র প্রধান শেন হাই সিয়ং তাঁর ভাষণে বলেন, বর্তমান বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে সিএমজি চীনা ব্যান্ড প্রচার করে আসছে। বিশ্বব্যাপী চীনা ব্র্যান্ড প্রচারের বিস্তৃত প্ল্যাটফর্ম সিএমজি। চিয়াংসু প্রদেশের সাথে একটি শক্তিশালী দেশ গড়ার ও জাতিকে চাঙ্গা করার মহান উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করে যাবে সিএমজি।

Share this story on

Messenger Pinterest LinkedIn