বাংলা

চীনা কোম্পানির সাথে সৌদি আরামকোর চুক্তি স্বাক্ষর

CMGPublished: 2024-09-25 19:35:01
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২৫: চীনের ন্যাশনাল বিল্ডিং মেটেরিয়ালস গ্রুপ এবং সৌদি আরবের আরামকো গতকাল (মঙ্গলবার) সেদেশে একটি সহযোগিতা কাঠামোচুক্তি স্বাক্ষর করে।

দু’পক্ষ সহযোগিতার বেশ কয়েকটি সম্ভাব্য ক্ষেত্রে একমত হয়েছে। এসব ক্ষেত্রের মধ্যে আছে উন্নত অধাতব পদার্থ, কম-কার্বন বিল্ডিং উপকরণ উত্পাদন করার জন্য সৌদি আরবে একটি উত্পাদন বেস স্থাপনের পরিকল্পনা, এবং শক্তি সঞ্চয়। এ ছাড়াও, দু’পক্ষ একটি প্রশিক্ষণ ও পরিদর্শনকেন্দ্র প্রতিষ্ঠা করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn