গত ৭৫ বছরে চীন স্বাস্থ্য খাতে অনেক উন্নতি করেছে
সেপ্টেম্বর ২৫: গত ৭৫ বছরে চীন চিকিত্সা ও স্বাস্থ্য খাতে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে। দেশের সরকার ‘স্বাস্থ্যকর চীন’ গড়ে তুলতে সর্বশক্তি নিয়োগ করেছে। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (বুধবার) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর থেকে, চীনের নাগরিকদের স্বাস্থ্যের মান ক্রমশ উন্নত থেকে উন্নততর হয়েছে। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার প্রথম দিকে দেশের মানুষের গড় আয়ু ছিল ৩৫ বছর, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ৭৮.৬ বছরে; মাতৃমৃত্যুর হার ১৯৯১ সালে ছিল প্রতি লাখে ৮০.০ জন, যা ২০২৩ সালে নেমে দাঁড়ায় প্রতি লাখে ১৫.১ জনে।
প্রদিবেদনে আরও বলা হয়, গোটা চীনে ৬৫ বছর বয়সী বা তারচেয়ে বেশি বয়সী ১৪ কোটি মানুষ তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা ব্যবস্থার আওতায় এসেছে, যা এ বয়সী লোকদের ৬২.৫ শতাংশ।