বাংলাদেশে আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের মেডিকেল টিম
ঢাকা ২২, সিএমজি বাংলা ডেস্ক: বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম।
রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মেডিক্যাল টিমকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক শেখ সায়েদুল হক।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে সাম্প্রতিক গণঅভ্যুত্থানে অনেক বেসামরিক লোক আহত হয়েছে। কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীনা সরকার নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। চীনা জনগণও বাংলাদেশি জনগণের কষ্টের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিক্যাল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
চীনা চিকিৎসকের বিশেষজ্ঞরা সবাই ওয়েস্ট চায়না হাসপাতালের। এটা চীনের অন্যতম সেরা হাসপাতাল। ১০ জনের এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন তং ছিয়ান। এ ছাড়া আরও আছেন, হু চিয়ানখুন,ইয়ান হুই, লিয়াও তংপিন,থাং শিইয়ুয়ান,চৌ চংচিয়ে,ওয়াং ইয়ানইয়াং, হ মিন, ছেন চুন, তং কাং।
নাহার/ ফয়সল