চীন-ল্যাটিন আমেরিকা যুব উন্নয়ন ফোরাম আয়োজিত
সেপ্টেম্বর ২২: চীন-ল্যাটিন আমেরিকা যুব উন্নয়ন ফোরাম, ২০২৪’ এবং ‘সভ্যতার পারস্পরিক শিক্ষা আন্তর্জাতিক যুব সংলাপ’ গতকাল (শনিবার) চীনের কানসু প্রদেশের তুনহুয়াংয়ে আয়োজিত হয়।
এতে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিভিন্ন দেশ এবং চীনের যুবপ্রতিনিধি ও উদ্যোক্তারা আলোচনা করেন। এবারের আলোচনার মূল প্রতিপাদ্য ছিল: ‘বিভিন্ন সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষা জোরদার এবং হাতে হাত রেখে যৌথ উন্নয়ন সাধন করা’।
নিখিল চীন যুব ফেডারেশনের ভাইস চেয়ারম্যান হু পাইজিং অনুষ্ঠানে দেওয়া তার বক্তৃতায় বলেন, চীন এবং ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোর মধ্যে সভ্যতার আদান-প্রদানের ইতিহাস দীর্ঘকালের। বিভিন্ন দেশের যুবসমাজের উচিত বৈশ্বিক সভ্যতার বৈচিত্র্য রক্ষা করা, সমস্ত মানবজাতির সাধারণ মূল্যবোধকে এগিয়ে নেওয়া, সভ্যতার উত্তরাধিকার ও উদ্ভাবনকে উত্সাহিত করা, এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক আদান-প্রদান ও সহযোগিতা ত্বরান্বিত করা।