বাংলা

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের প্রধানমন্ত্রী

CMGPublished: 2024-09-21 18:51:14
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ২১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং শুক্রবার বেইজিংয়ে মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

লি বলেন, চীন ও মালয়েশিয়া যৌথ ভবিষ্যৎ নিয়ে একটি সম্প্রদায় গড়ে তোলার জন্য হাতে হাত মিলিয়ে কাজ করছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট সি চিনপিং এবং রাজা সুলতান ইব্রাহিম চীন-মালয়েশিয়া সম্পর্ক ও সহযোগিতাকে ক্রমাগত গভীর করার বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেছেন।

লি ছিয়াং আরও বলেন, মালয়েশিয়ার সঙ্গে দুই দেশের নেতাতের গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে কাজ করতে ইচ্ছুক চীন। সেই সঙ্গে ঘনিষ্ঠ উচ্চপর্যায়ের আদান-প্রদান বজায় রাখা, উন্নয়ন কৌশল জোরদার করা, অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো এবং মানুষের মধ্যে বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা গভীরতর করতেও আগ্রহী তার দেশ।

প্রধানমন্ত্রী বলেন, আঞ্চলিক সহযোগিতায় আসিয়ানের কেন্দ্রীয় অবস্থান সমুন্নত রাখতে এবং যৌথভাবে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সমন্বিত এশিয়া গড়তে মালয়েশিয়াসহ এশিয়ার দেশগুলোর সঙ্গে কাজ করতে চীন প্রস্তুত রয়েছে।

রাজা সুলতান ইব্রাহিম বলেন, মালয়েশিয়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অত্যন্ত প্রশংসা করে এবং সক্রিয়ভাবে এতে অংশগ্রহণ করে। চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা বাড়াতে এবং যৌথভাবে দক্ষিণ চীন সাগরকে শান্তির সাগরে পরিণত করতেও উন্মুখ মালয়েশিয়া।

ফয়সল/ঐশী

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn