লেবাননের পেজার বিস্ফোরণে নিহত ১৪, আহত ৪৫০ জনের বেশি
সেপ্টেম্বর ১৯: লেবাননের বেশ কয়েকটি জায়গায় গতকাল (বুধবার) বিকেলে পেজার বিস্ফোরণে ১৪ জন নিহত এবং ৪৫০ জনের বেশি মানুষ আহত হয়েছে। এটি গত মঙ্গলবার পেজার বিস্ফোরণের পর আরেকটি টেলিযোগাযোগ সরঞ্জাম বিস্ফোরণ। দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের পাবলিক হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার একই দিন এ খবর জানায়।
দেশটির তথ্য মাধ্যমের খবর অনুসারে, রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ, দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের কয়েকটি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। টেলিযোগাযোগ সরঞ্জামের মডেলটি ছিল জাপানে উত্পাদিত আইকম ভি ৮২ টাইপ ইন্টারকম।
এর আগে, মঙ্গলবার লেবাননের হিজবুল্লা সদস্যদের বহন করা পেজার বিস্ফোরণে ১২ জন নিহত এবং প্রায় ২ হাজার ৮০০’ জন আহত হয়েছে। হিজবুল্লার প্রকাশিত বিবৃতি অনুযায়ী, লেবাননের বিভিন্ন জায়গার পেজার বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী।