বাংলা

সুদান-সংঘাতের পক্ষগুলোকে পরিস্থিতির শান্ত করার আহ্বান চীনের

CMGPublished: 2024-09-19 10:52:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৯: জাতিসংঘে চীনের স্থায়ী উপ-প্রতিনিধি তাই বিং গতকাল (বুধবার) আবারো সুদানে সংঘর্ষের দু’পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রেখে, যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি শান্ত করার এবং বৈরিতা আরো তীব্রতর হওযা প্রতিরোধ করার আহ্বান জানান।

এদিন নিরাপত্তা পরিষদে সুদান বিষয়ক এক উন্মুক্ত বৈঠকে তিনি বলেন, গত সপ্তাহ থেকে সুদানের র‍্যাপিড সাপোর্ট ফোর্স আল-ফাশিরের ওপর বড় ধরনের আঘাত হানে। এতে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত ও গৃহহারা হয়েছে।

চীন সবসময় জোর দিয়ে বলছে, আন্তর্জাতিক মানবিক আইন হলো বিভিন্ন পক্ষের মেনে চলা চূড়ান্ত সীমা, বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনা সামরিক লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।

তিনি বলেন, আন্তর্জাতিক সমাজ বিশেষ করে ঐতিহ্যগত সহায়ক পক্ষকে সুদানের মানবিক পরিস্থিতির কঠোরতা ও আশু প্রয়োজনীয়তা দেখে, সুদানের মানবিক প্রতিক্রিয়া পরিকল্পনার জন্য আরো বেশি অর্থ সহায়তা দিতে হবে।

চীন সকল পক্ষের কাছে সুদানের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগলিক অখণ্ডতাকে সম্মান করে, যুদ্ধ ও মানবিক সংকট উপশম করা এবং আঞ্চলিক শান্তি বাস্তবায়ন করার জন্য জোরালো অবদান রাখার প্রত্যাশা করে।

Share this story on

Messenger Pinterest LinkedIn