বাংলা

অনেক দেশে মধ্য-শরৎ উত্সব উদযাপন

CMGPublished: 2024-09-17 18:02:17
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৭: মধ্য-শরৎ উত্সব ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিশ্বের অনেক দেশে প্রবাসী চীনা এবং স্থানীয় লোকেরা ঐতিহ্যবাহী চীনা উত্সবের মনোমুগ্ধকর সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজন করেছে।

যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস সম্প্রতি তাইওয়ান প্রণালীর উভয় পাশে প্রবাসী চীনাদের জন্য "গো হোম অ্যান্ড রিইউনিয়ন" ২০২৪ মধ্য-শরৎ উত্সব গানের কনসার্ট আয়োজন করেছে। সম্প্রতি, দক্ষিণ কোরিয়ায় চীনা দূতাবাস "দক্ষিণ কোরিয়ায় প্রবাসী চীনাদের জন্য ২০২৪ মধ্য-শরৎ উত্সব এবং জাতীয় দিবসের সংবর্ধনা" আয়োজন করেছে। গত ১৫ সেপ্টেম্বর লন্ডন চায়নাটাউন চেম্বার অফ কমার্স লন্ডনের চায়নাটাউনে ২০২৪ মধ্য-শরৎ উত্সব উদযাপন করে। মধ্য-শরৎ উত্সবের প্রাক্কালে, ব্রাজিলের শহর ইগুয়াজু, সাও পাওলোতে চীনা কনস্যুলেট জেনারেলের সাথে যৌথভাবে "ওয়াটারফল নাইট মিড-অটাম পার্টি" অনুষ্ঠিত হয়। সম্প্রতি মিয়ানমারের ইয়াঙ্গুনে চায়না কালচারাল সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘মিড-অটাম পোয়েট্রি ফেস্টিভ্যাল’।

Share this story on

Messenger Pinterest LinkedIn