বাংলা

দুবাইয়ে আমিরাতের প্রধানমন্ত্রীর সঙ্গে লি ছিয়াংয়ের বৈঠক

CMGPublished: 2024-09-13 13:25:02
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৩: চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং, গতকাল (বৃহস্পতিবার) বিকেলে দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে লি ছিয়াং বলেন, চলতি বছর চীন ও ইউএই’র মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪০তম বার্ষিকী। বিগত ৪০ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা সামনে এগিয়েছে এবং ইতিবাচক ফলাফল অর্জিত হয়েছে। চীন ইউএই’র সাথে হাতে হাত রেখে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ঘনিষ্ঠতর করতে চায়। আর এর উদ্দেশ্য, দু’দেশের সম্পর্কে নতুন প্রাণশক্তি যোগানো এবং দু’দেশের জনগণের জন্য নতুন কল্যাণ সৃষ্টি করা।

লি আরও বলেন, চীন ও ইউএই অভিন্ন উন্নয়নের পথে একে অপরের ভালো অংশীদার। সহযোগিতা জোরদার করা দু’পক্ষের মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ। চীন ইউএই’র সাথে উন্নয়নের সুযোগ ভাগাভাগি করতে ইচ্ছুক।

তিনি আশা করেন, দু’পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা কাজে লাগাবে; একে অপরের প্রাধান্যের সদ্ব্যবহার করবে; আর্থ-বাণিজ্যিক সহযোগিতার মাত্রা সম্প্রসারণ করবে; এবং অবকাঠামো, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও সবুজ অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরও জোরদার করবে।

এ সময় আমিরাতের প্রধানমন্ত্রী বলেন, ইউএই সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং সবসময় ‘এক-চীননীতি’ মেনে চলে। ইউএই চীনের সাথে যোগাযোগ জোরদার করতে; বাণিজ্য সম্প্রসারণ করতে; বিনিয়োগ, জ্বালানি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা গভীরতর করতে; সাংস্কৃতিক বিনিময় ঘনিষ্ঠতর করতে; এবং ইউএই-চীন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে ইচ্ছুক।

Share this story on

Messenger Pinterest LinkedIn