বাংলা

চলতি বছর ‘লা নিনা আবহাওয়া’ পরিস্থিতি ঘটার সম্ভাবনা ৫৫%: বিশ্ব আবহাওয়া সংস্থা

CMGPublished: 2024-09-12 20:31:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১২: চলতি বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত, বর্তমান নিরপেক্ষ অবস্থা (এল নিনো বা লা নিনা নয়) থেকে লা নিনায় রূপান্তরিত হওয়ার সম্ভাবনা ৫৫%। এই বছরের অক্টোবর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, এই সম্ভাবনা বেড়ে ৬০% হবে। এ সময়ে এল নিনোর পুনরায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা নগণ্য। গতকাল বুধবার বিশ্ব আবহাওয়া সংস্থার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিশ্ব আবহাওয়া সংস্থা জানায় যে, প্রাকৃতিকভাবে ঘটা জলবায়ু পরিস্থিতি যেমন লা নিনা এবং এল নিনোর মতো বিরূপ আবহাওয়া মানব-প্ররোচিত জলবায়ু পরিবর্তনের বৃহত্তর প্রেক্ষাপটে বেশি ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, চরম আবহাওয়া এবং জলবায়ু পরিবর্তনের ঘটনাকে বাড়িয়ে দিচ্ছে এবং মৌসুমী বৃষ্টিপাত ও তাপমাত্রার ধরণকে প্রভাবিত করছে।

লা নিনা প্রায়শই একটি শক্তিশালী এল নিনোর পরে ঘটে এবং উভয় ঘটনাই কিছু এলাকায় ক্রমাগত খরা, বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সাথে সম্পর্কিত।

বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাওলো বলেন, গত বছরের জুন থেকে বৈশ্বিক ভূমি ও সমুদ্র পৃষ্ঠের উচ্চ তাপমাত্রা অস্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। এমনকি যদি লা নিনার একটি স্বল্পমেয়াদী শীতল প্রভাব থাকে, তবু এটি বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধির দীর্ঘমেয়াদী প্রবণতাকে পরিবর্তন করবে না, যার ফলে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn