বৈশ্বিক অর্থনীতির একীকরণ তিনটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে: ডব্লিউটিও
সেপ্টেম্বর ১০: ভূ-রাজনৈতিক উত্তেজনা, ডিজিটাল বিপ্লব এবং জলবায়ু পরিবর্তন বাণিজ্য-নেতৃত্বাধীন উন্নয়নের ধরনকে পুনর্নির্মাণ করছে, যা ভবিষ্যতে বৈশ্বিক অর্থনৈতিক একীকরণের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে, একই সঙ্গে কিছু নতুন সুযোগও নিয়ে আসবে। বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও’র উদ্যোগে গতকাল (সোমবার) প্রকাশিত ‘বিশ্ব বাণিজ্য প্রতিবেদন ২০২৪’-এ এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনটি মনে করে, ভূ-রাজনীতি-সম্পর্কিত জাতীয় প্রতিযোগিতা, আঞ্চলিক দ্বন্দ্ব এবং বাণিজ্য নিষেধাজ্ঞা গত ৩০ বছরে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীল ভিত্তিতে আঘাত হেনেছে। ডিজিটাল বিপ্লব নিম্ন-আয়ের অর্থনীতির শ্রম-নিবিড় উত্পাদন শিল্পের প্রবৃদ্ধির সম্ভাবনায় বাধা সৃষ্টি করতে পারে এবং জলবায়ুর পরিবর্তন বিভিন্ন দেশ বিশেষ করে নিম্ন আয়ের অর্থনৈতিক সত্তার উপর আরো বেশি আঘাত বয়ে আনতে পারে।
একই সময়ে প্রতিবেদনে বলা হয়েছে যে, উল্লিখিত বৈশ্বিক প্রবণতাগুলো সংশ্লিষ্ট সুযোগও নিয়ে আসবে। উদাহরণস্বরূপ, উন্নয়নশীল অর্থনৈতিক সত্তা ডিজিটালাইজেশনের মাধ্যমে বাণিজ্য খরচ কমাতে পারে, পরিষেবা শিল্পের-নেতৃত্বাধীন বৃদ্ধিতে স্থানান্তর করতে পারে, অথবা বৈশ্বিক সবুজ রূপান্তর প্রক্রিয়ায় নবায়নযোগ্য সম্পদের চাহিদার ওপর গুরুত্বারোপ করতে পারে, ফলে উন্নয়নের নতুন সুযোগ লাভ করা যাবে।