আরও ইতিবাচক, উন্মুক্ত এবং দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা নীতি জারি করবে চীন
সেপ্টেম্বর ১০: চীনের চিয়াংসু প্রদেশের সুচৌ শহরে গতকাল (সোমবার) অনুষ্ঠিত আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অভিবাসন ব্যবস্থাপনা নীতি বিষয়ক উচ্চ-স্তরের সেমিনারে চীনের জাতীয় অভিবাসন প্রশাসন আরও ইতিবাচক, উন্মুক্ত এবং দক্ষ অভিবাসন ব্যবস্থাপনা নীতি প্রবর্তনের এবং আরও উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক অভিবাসন ব্যবস্থার পরিবেশ সৃষ্টি করার প্রস্তাব উত্থাপন করেছে।
এই সেমিনারের প্রতিপাদ্য হল ‘এই অঞ্চলের বিভিন্ন দেশের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অভিবাসন নীতি সংক্রান্ত আরো ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি করা’। ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পূর্ব তিমুর, ভিয়েতনাম এবং জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনের অভিবাসন বিভাগের প্রতিনিধিরা এবং আসিয়ান সচিবালয়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং ল্যাঙ্কাং-মেকং আইন প্রয়োগকারী সহযোগিতা কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেমিনারে যোগ দেন। তারা বর্তমান আঞ্চলিক অভিবাসন প্রশাসন নিয়ে এবং অভিন্ন উদ্বেগজড়িত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন, এক্ষেত্রে তাদের নিজ নিজ সর্বশেষ নীতি ও পদক্ষেপগুলো উপস্থাপন করেছে, প্রাসঙ্গিক নীতি প্রস্তাবনা ও সহযোগিতার পরামর্শ ভাগাভাগি করেছেন, আঞ্চলিক অভিবাসন প্রশাসনের বিষয়ে পরামর্শ করেছেন এবং সেমিনারের উন্নয়নের দিক ও ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করেছেন।