বাংলা

বেইজিংয়ে শাংহাই সহযোগিতা সংস্থার প্রেস ব্রিফিং

CMGPublished: 2024-09-10 11:02:41
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০: গতকাল (সোমবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে, শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-র পালাক্রমিক সভাপতি-রাষ্ট্র চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিফিংয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েতোং চীনে নিযুক্ত এসসিও’র কূটনীতিবিদগণ ও দেশি-বিদেশি তথ্যমাধ্যমের প্রতিনিধিদের সামনে সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত তুলে ধরেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, চীন ২০২৪—২০২৫ সময়কালের জন্য এসসিও’র পালাক্রমিক সভাপতি-রাষ্ট্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে। আগামী বছর সংস্থার ২৫তম শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে।

সুন ওয়েতোং বলেন, চীন এসসিও’র প্রতিষ্ঠাতা সদস্যদেশ এবং সবসময় এ সংস্থাকে নিজের কূটনীতিতে অগ্রাধিকার দিয়ে আসছে। চীন এসসিও’র সদস্যদেশগুলোর সাথে ঐক্য ও সমন্বয়ে অবিচল থাকবে, তিনটি বিশ্ব উদ্যোগ কার্যকর করবে, বিশ্বের স্থায়ী শান্তি ও অভিন্ন সমৃদ্ধির জন্য ইতিবাচক অবদান রাখবে।

তিনি আরও বলেন, চীন একটি বন্ধুত্বপূর্ণ ও ফলপ্রসূ এসসিও শীর্ষ সম্মেলন আয়োজন করবে এবং বিভিন্ন পক্ষকে সাথে নিয়ে উন্নয়নের ব্লুপ্রিন্ট তৈরি করবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn