বাংলা

শান্তিরক্ষা মিশনে সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ কাম্য নয়: চীন

CMGPublished: 2024-09-10 11:02:59
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১০: গতকাল (সোমবার) জাতিসংঘে নিযুক্ত চীনা স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেন, সবার আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের নিয়ম অনুসরণ করতে হবে। শান্তিরক্ষা মিশনের সময় সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ কোনো অবস্থাতেই কাম্য নয়।

তিনি বলেন, শান্তিরক্ষা মিশনের সদস্যদের মূল কাজ সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ সংঘাত মোকাবিলায় প্রচেষ্টা চালানো। তবে, এ প্রচেষ্টা যেন সংশ্লিষ্ট দেশের নিজস্ব প্রচেষ্টার বিকল্প না হয়।

ফু ছোং বলেন, শান্তিরক্ষা মিশনের কার্যকারিতা উন্নত করা উচিত। স্থানীয় সরকার ও জনগণের স্বীকৃতি পেলেই কেবল, এ ধরনের মিশন দীর্ঘস্থায়ী নিরাপত্তা ও টেকসই উন্নয়নে সহায়ক ভূমিকা রাখতে পারবে। শান্তিরক্ষা মিশনের সদস্যদের নিরাপত্তার বিষয়টিও গভীরভাবে পর্যালোচনা করা দরকার। বর্তমানে শান্তিরক্ষা মিশনের তহবিল জাতিসংঘের বাজেটের তিন ভাগের দুই ভাগে দাঁড়িয়েছে। এ অবস্থায় শান্তিরক্ষা মিশনে আর্থিক শৃঙ্খলা বজায় রাখাও জরুরি।

তিনি আরও বলেন, আফ্রিকার আত্মরক্ষার ক্ষমতা উন্নত করা হবে সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মূল কাজ। চীন আফ্রিকান ইউনিয়নের শান্তিপূর্ণ কার্যক্রমে যথেষ্ট ও টেকসই অর্থ-সহায়তা দিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

Share this story on

Messenger Pinterest LinkedIn