বাংলা

চতুর্থ ব্রিক্সভুক্ত দেশসমুহের নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সম্মেলনে যোগ দেবেন ওয়াং ই

CMGPublished: 2024-09-09 19:12:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৯: রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই কুচুকেতোভিচ শোইগুর আমন্ত্রণে চীনের কমিউনিস্টট পার্টি-সিপিসি’র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সিপিসি কেন্দ্রীয় কমিটির পররাষ্ট্র বিষয়ক অফিসের পরিচালক ওয়াং ই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় চতুর্থ ব্রিকসভুক্ত দেশসমুহের নিরাপত্তা বিষয়ক উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সম্মেলনে যোগ দেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং আজ (সোমবার) এ তথ্য জানান।

বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে মাও নিং বলেন, সম্মেলন চলাকালীন চীন বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রধান আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যা ইত্যাদি বিষয়ে ব্রিকসভুক্ত অংশীদারদের সাথে মতবিনিময় করবেন এবং জোটের নেতাদের ১৬তম বৈঠকের জন্য রাজনৈতিক প্রস্তুতি নেবেন।

তিনি বলেন, বিশ্ব আজ পরিবর্তনজনিত বিশৃঙ্খলার সাথে জড়িত, বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জগুলো জটিল এবং গুরুতর। উদীয়মান বাজার এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্রিকসভুক্ত দেশগুলো সর্বদা বিশ্বশান্তি রক্ষা, অভিন্ন উন্নয়নের প্রচার, বহুপাক্ষিকতা চর্চা এবং বিশ্বব্যাপী শাসনকে আরও ন্যায্য ও যুক্তিসঙ্গত দিকে উন্নীত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Share this story on

Messenger Pinterest LinkedIn