নেদারল্যান্ডসের ফটোলিথোগ্রাফি মেশিন রপ্তানি নিয়ন্ত্রণের আওতা সম্প্রসারণ নিয়ে চীনের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ৯: নেদারল্যান্ডস সম্প্রতি ফটোলিথোগ্রাফি মেশিনের রপ্তানি নিয়ন্ত্রণ সম্প্রসারিত করার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল (রোববার) জানিয়েছেন যে, চীন প্রাসঙ্গিক পরিস্থিতির বিষয়টি খেয়াল করেছে। সম্প্রতি চীন এবং নেদারল্যান্ডসের সেমিকন্ডাক্টর রপ্তানির নিয়ন্ত্রণ সংক্রান্ত বিষয়ে বহু-স্তর এবং ঘন ঘন যোগাযোগ এবং আলাপ আলোচনার অনুষ্ঠিত হয়েছে। ২০২৩ সালেসেমিকন্ডাক্টর রপ্তানির নিয়ন্ত্রণ ব্যবস্থার ভিত্তিতে নেদারল্যান্ডস ফটোলিথোগ্রাফি মেশিনগুলোর নিয়ন্ত্রণ যে আরও প্রসারিত করেছে তাতে চীন অসন্তুষ্ট বলে মুখপাত্র জানান।
মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে, নিজের বিশ্বব্যাপী আধিপত্য বজায় রাখার জন্য যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে জাতীয় নিরাপত্তার ধারণাকে সাধারণীকরণ করে চলেছে এবং সেমিকন্ডাক্টর এবং সরঞ্জামগুলোর রপ্তানির নিয়ন্ত্রণ ব্যবস্থা কঠোর করার জন্য কোনো কোনো দেশকে বাধ্য করেছে। এই আচরণটি গ্লোবাল সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি চেইন ও সাপ্লাই চেইনের স্থিতিশীলতায় গুরুতর হুমকি সৃষ্টি করেছে এবং গুরুতরভাবে প্রাসঙ্গিক দেশ ও উদ্যোগের বৈধ অধিকার ও স্বার্থের ক্ষতি করেছে, চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে।
মুখপাত্র বলেছেন, নেদারল্যান্ডসের উচিত আন্তর্জাতিক আর্থ-বাণিজ্যিক বিধি এবং চীন-নেদারল্যান্ডসের আর্থ-বাণিজ্যিক সহযোগিতার সামগ্রিক পরিস্থিতি রক্ষণাবেক্ষণ থেকে এগিয়ে যাওয়া, বাজারের নীতি ও চুক্তির চেতনাকে সম্মান করা। স্বাভাবিক সহযোগিতা ও উন্নয়নকে বাধা দেয় এমন প্রাসঙ্গিক পদক্ষেপগুলো এড়িয়ে চলা উচিত বলেও মন্তব্য করেন মুখপাত্র।