বাংলা

বেইজিংয়ে বুরুন্ডির প্রেসিডেন্টের সঙ্গে সি’র বৈঠক

CMGPublished: 2024-09-06 16:39:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৬: আজ (শুক্রবার) সকালে বেইজিংয়ের গণমহাভবনে, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনে অংশ নিতে আসা বুরুন্ডির প্রেসিডেন্ট ইফারেস্ট এনডিয়েশেমিয়ায়ের সঙ্গে এক বৈঠকে মিলিত হন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।

বৈঠকে প্রেসিডেন্ট সি বলেন, চীন-বুরুন্ডি সম্পর্ক আন্তর্জাতিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। দু’দেশ পারস্পরিক সম্মান ও কল্যাণের ভিত্তিতে একে অপরের ভালো অংশীদার হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, চীন-বুরুন্ডি সম্পর্কের অগ্রগতি অব্যাহত রাখা শুধু দু’দেশের স্বার্থেই জরুরি নয়, বরং বৈশ্বিক দক্ষিণের ঐক্য এবং মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার জন্যও গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, বুরুন্ডি মধ্য ও পূর্ব আফ্রিকায় অবস্থিত। কৃষি খাতে চীন ও বুরুন্ডির মধ্যে বাস্তব সহযোগিতা বিদ্যমান। চীন এখন পর্যন্ত ছয় দফায় উচ্চ পর্যায়ের কৃষি বিশেষজ্ঞদল বুরুন্ডিতে পাঠিয়েছে। সম্প্রতি, চীন ও বুরুন্ডি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতামূলক চুক্তিও স্বাক্ষর করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn