বাংলা

সি চিন পিংয়ের সঙ্গে গিনির প্রেসিডেন্ট মামাদি ডুমবুইয়ার বৈঠক

CMGPublished: 2024-09-03 15:11:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) বেইজিংয়ে গণমহাভবনে গিনির প্রেসিডেন্ট মামাদি ডুমবুইয়ার সঙ্গে এক বৈঠক করেছেন। প্রেসিডেন্ট মামাদি ডুমবুইয়া চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে এসেছেন।

বৈঠকে সি চিন পিং বলেছেন, গিনি সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার প্রথম দেশ, যা গণপ্রজাতন্ত্রী চীন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। আগামী মাসে দুই দেশ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী উদযাপন করবে। বিগত ৬৫ বছরে উভয় পক্ষই পারস্পরিক সম্মান এবং একে অপরকে সমতা ও পারস্পরিক সুবিধা মেনে চলেছে। পাশাপাশি, অন্য পক্ষ যখন অসুবিধার সম্মুখীন হয়, উভয় পক্ষ পরস্পরকে সাহায্য করেছে এবং একে অপরকে সমর্থন দিয়েছে। চীন গিনির সঙ্গে কাজ করতে ইচ্ছুক এবং চীন-গিনি ঐতিহ্যবাহী বন্ধুত্ব ‌এগিয়ে নিতে এবং একে অপরের মূল স্বার্থ এবং প্রধান উদ্বেগের বিষয়ে একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে চলেছে। চীন গিনির সঙ্গে যৌথভাবে এই শীর্ষ সম্মেলনের প্রধান পদক্ষেপগুলো বাস্তবায়ন করা, অবকাঠামো, সম্পদ উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, চিকিৎসা ও স্বাস্থ্য এবং অন্যান্য খাতে সহযোগিতা জোরদার করতে চায়। গিনিকে ব্যাপক কৌশলগত সহায়তা দিতে চায় বেইজিং।

মামাদি ডুমবুইয়া বলেন, চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনে যোগ দিতে পেরে তিনি খুবই সম্মানিত বোধ করেছেন। গিনি হল সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার প্রথম দেশ, যা গণপ্রজাতন্ত্রী চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। গিনি এক-চীন নীতি মেনে চলে এবং স্বীকৃতি দেয়। গিনির আর্থ-সামাজিক উন্নয়নে মূল্যবান সহায়তা দিতে চীনকে ধন্যবাদ জানান তিনি। গিনি বিশ্বাস করে, চীন-আফ্রিকা সহযোগিতা শীর্ষ সম্মেলন সফল হবে এবং অবকাঠামো, জ্বালানি ও খনি পরিবহন, পর্যটন এবং অন্যান্য খাতে সহযোগিতা এগিয়ে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn