‘মহাপ্রাচীর-২০২৪’ সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক ফোরাম বেইজিংয়ে উদ্বোধন করা হয়েছে
অগাস্ট ২৮: ৪ দিনব্যাপী ‘মহাপ্রাচীর-২০২৪’ সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক ফোরাম গতকাল (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে।
এবারের ফোরামের থিম হলো ‘মানবহীন কাউন্টার টেররিজম লড়াই’। উদ্বোধনী অনুষ্ঠানে, পিপলস আর্মড পুলিশের কমান্ডার ওয়াং ছুন নিং মূল বক্তব্য দিয়েছেন। এতে তিনি মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ প্রতিষ্ঠা ও তিনটি বৈশ্বিক উদ্যোগকে ফোকাস করে, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও দমনে ৪টি প্রস্তাব দিয়েছেন। বিভিন্ন দেশের অংশগ্রহণকারীরা এর ব্যাপক প্রশংসা করেছেন।
এবারের ফোরামে অংশগ্রহণ করা দেশের পরিমাণ ও প্রতিনিধি দলের মান-সহ নানা খাতে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ৫০টিরও বেশি দেশের প্রায় ১৭০জনেরও বেশি বিদেশি প্রতিনিধি চীনের ১৫০জনেরও বেশি প্রতিনিধি ফোরামে অংশগ্রহণ করেছেন।
পিপলস আর্মড পুলিশ হচ্ছে দেশে সন্ত্রাসদমন ও স্থিতিশীলতা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ শক্তি। ‘মহাপ্রাচীর’ সন্ত্রাস-বিরোধী আন্তর্জাতিক ফোরাম ২০১৬ সালে প্রথমবার আয়োজন করা হয়। এরপর ৪ বার সুষ্ঠুভাবে আয়োজন করা হয়েছে।