আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে আফ্রিকার গণকল্যাণে কাজ করতে চায় চীন: মুখপাত্র
অগাস্ট ২৮: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে জানান, আন্তর্জাতিক সমাজের সঙ্গে হাতে হাত রেখে একযোগে আফ্রিকার গণকল্যাণ বৃদ্ধিতে কাজ করতে চায় চীন।
তিনি জানান, আন্তরিকতা, সমতা, পারস্পরিক কল্যাণ বৃদ্ধি, ন্যায্যতা, উন্মুক্ত ও সহনশীলতার ভিত্তিতে আফ্রিকার সঙ্গে সহযোগিতা করছে চীন। পাশাপাশি, সবসময় দু’পক্ষের গণকল্যাণ বৃদ্ধির জন্য কাজ করছে। চীন নিজস্ব উন্নয়নের মাধ্যমে আফ্রিকার উন্নয়ন এগিয়ে নিচ্ছে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের মাধ্যমে আফ্রিকার আধুনিকায়ন বাস্তবায়নে কাজ করছে। চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়নে, চীনের নিজস্ব কোনো বিবেচনা নাই। শুধুমাত্র আন্তরিকতা ও বন্ধুত্ব; জিরো-সাম-গেম নাই, শুধু বাস্তব কাজ রয়েছে। তিনি বলেন, চীন সবসময় আফ্রিকার গণকল্যাণ ও চাহিদা বিবেচনা করে এবং আফ্রিকাকে সম্মান করে।
তিনি জানান, আফ্রিকার উন্নয়নে সমর্থন দেওয়া হচ্ছে আন্তর্জাতিক সমাজের অভিন্ন দায়িত্ব। আফ্রিকাসহ ‘বিশ্বের দক্ষিণ’ অংশীদারদের প্রকৃত উন্নয়ন ও পুনরুজ্জীবিত করায় চীন সমর্থন দেয়। আফ্রিকায় ভূ-রাজনীতি করেনি চীন। সব দেশগুলোকে আফ্রিকার উন্নয়নে প্রকৃত অবদান রাখতে স্বাগত জানায় চীন। আন্তর্জাতিক সমাজের সঙ্গে যৌথভাবে আফ্রিকার উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করা এবং একযোগে আফ্রিকা গণকল্যাণ বৃদ্ধি করা চীনের আগ্রহ।