বাংলা

চীন ও যুক্তরাষ্ট্র একসাথে বিকশিত হতে পারে

CMGPublished: 2024-08-28 17:30:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাস্ট ২৮: গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সিয়ে ফেং ফোর্বসের ষষ্ঠ মার্কিন-চীন বাণিজ্য ফোরামে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, চীন-মার্কিন সম্পর্কে দোষারোপ করে সমস্যার সমাধান করা যাবে না এবং বাণিজ্য যুদ্ধ, শিল্প যুদ্ধ এবং প্রযুক্তিগত যুদ্ধে কেউ বিজয়ী হবে না। চীন-যুক্তরাষ্ট্র পারস্পরিক সাফল্য অর্জন করতে পারে এবং বিশাল পৃথিবীতে দুই দেশ একসাথে বিকাশ ও সমৃদ্ধ হতে পারে।

সিয়ে ফেং বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং-এর প্রস্তাবিত পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জয়-জয় সহযোগিতার নীতি অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও যোগাযোগ জোরদার করা, সঠিকভাবে মতপার্থক্য পরিচালনা করা এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করতে চায়, যাতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয় এবং সামনে এগিয়ে যায়।

সিয়ে ফেং উল্লেখ করেন যে, নতুন পরিস্থিতি এবং নতুন চ্যালেঞ্জের মুখে, দোষারোপ করে সমস্যার সমাধান করা যাবে না এবং বাণিজ্য যুদ্ধ, শিল্প যুদ্ধ এবং প্রযুক্তি যুদ্ধে কেউ জয়ী হবে না। নতুন দফা বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিপ্লব এবং শিল্প পরিবর্তন স্রোতের বিপরীতে পাল তোলার মতো, শুধুমাত্র পরিবর্তনশীল প্রবণতার বাস্তবতা মোকাবিলা করে দু’পক্ষ নিজেদের সামর্থ্য বাড়াতে পারবে না, বরং সহযোগিতা করে যুগের সঙ্গে এগিয়ে যেতে পারবে।

সিয়ে ফেং বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের উচিত একে অপরের উন্নয়নের অধিকারকে সম্মান করা, পারস্পরিক সুবিধার নীতি মেনে চলা, আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করা, অর্থনীতি, বাণিজ্য ও কৃষির মতো ঐতিহ্যবাহী সহযোগিতার খাত প্রসারিত করা, সহযোগিতা বৃদ্ধি এগিয়ে নেওয়া, জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চীন, যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য একটি জয়-জয় পরিস্থিতি সৃষ্টি করা।

Share this story on

Messenger Pinterest LinkedIn