কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আইএইএ মহাপরিচালক
আগস্ট ২৯: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএ’র মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রসি গতকাল মঙ্গলবার রাশিয়ার কুরস্কায়া ওব্লাস্টে পৌঁছে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কুরচাটভ সফর শুরু করেন।
রুশ বার্তা সংস্থা রসিয়া সেগোদনিয়া মঙ্গলবার প্রকাশিত গ্রসির বিবৃতির বরাত দিয়ে জানায়, কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে পরিস্থিতি উন্নয়ন এবং সামরিক কার্যক্রম তীব্রতর হবার সঙ্গে সঙ্গে তিনি পরমাণু বিদ্যুত্ কেন্দ্রের সঙ্গে সম্পর্কিত স্থানীয় পরিস্থিতির ওপর বিশেষ মনোযোগ দেন। আইএইএ পরমাণু বিদ্যুত কেন্দ্রের পরিস্থিতি নিয়ে স্বাধীন পর্যালোচনা করতে প্রস্তুত এবং পরমাণু নিরাপত্তা পর্যালোচনা এবং বিদ্যুত্ কেন্দ্র রক্ষার পরবর্তী অভিযান নিয়ে আলোচনা করবে।