বাংলা

মহাকাশে মানবদেহের পরিবর্তন নিয়ে গবেষণা করছেন শেনচৌ-১৮ নভোচারীরা

CMGPublished: 2024-08-11 18:31:27
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে তিন মাসেরও বেশি সময় ধরে অবস্থান করছেন শেনচৌ-১৮ মহাকাশযানের নভোচারীরা। সেখানে নানা বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করছেন তিন নভোচারী।

মহাকাশের অভিকর্ষহীন পরিবেশে মানুষের শরীরের বিভিন্ন কার্যকলাপ কীভাবে পরিবর্তিত হয় এবং কীভাবে মানুষ সেই পরিবর্তনে খাপ খাইয়ে নেয় এ সংক্রান্ত একটি গবেষণা করছেন তারা।

দীর্ঘ অভিযানে ওজনহীনতার প্রভাব এবং একাকীত্বের প্রভাব দেখা হবে এ গবেষণায়।

এ পরীক্ষায় মহাকাশ ও মাটিতে বলের মধ্যকার জটিল সম্পর্ককে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। পাশাপাশি তিনজন মহাকাশচারী মহাকাশ স্টেশনে তাদের জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও পরীক্ষা করেছেন।

এদিকে এ গবেষণা ছাড়াও মহাকাশচারীরা তালিকা অনুযায়ী অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এই কাজগুলোর মধ্যে রয়েছে- স্টেশনের সরঞ্জাম পরীক্ষা ও মেরামত, স্টেশনের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ন্ত্রণ, স্টেশনের বাইরে নতুন সরঞ্জাম ইন্সটল, স্পেস ওয়াক অন্যতম।

শেনচৌ-১৮ চীনের ১৩তম মানববাহী মহাকাশ মিশন, যা এপ্রিল মাসের ২৫ তারিখ তিনজন নভোচারী নিয়ে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করে। এই তিনজন নভোচারী চীনের মহাকাশ স্টেশন থিয়ানকংয়ে ছয় মাস অবস্থান করবেন।

শুভ/ফয়সল

তথ্য ও ছবি: সিসিটিভি

Share this story on

Messenger Pinterest LinkedIn