৯০০ কোটি ইউয়ানে চীনের বক্স অফিস
আগস্ট ১১, সিএমজি বাংলা ডেস্ক: এই বছরের গ্রীষ্মকালীন মুভি সিজনে চীনের বক্স অফিস আয় ৯০০ কোটি ইউয়ান (প্রায় ১২৬ কোটি ডলার) ছাড়িয়ে গেছে।
বক্স অফিসে যথারীতি নেতৃত্ব দিচ্ছে ব্লকবাস্টার কমেডি ‘সাকসেসর’। ক্রাইম থ্রিলার ‘আ প্লেস কলড সাইলেন্স’ আছে দ্বিতীয় অবস্থানে।
গ্রীষ্মকালীন সিনেমার এ মৌসুমটি চীনের মূল ভূখণ্ডের দীর্ঘতম একক স্ক্রিনিং মৌসুম। ২০২৩ সালে, গ্রীষ্মকালীন বক্স অফিসে মোট ২০ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: সিসিটিভি