বাংলা

অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে চীনা পতাকা বহন করবেন দু’জন

CMGPublished: 2024-08-11 16:57:10
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অগাষ্ট ১১: ওয়েটলিফ্টিংয়ে পুরুষ বিভাগের অলিম্পিক চ্যাম্পিয়ন লি ফা পিন এবং চীনা মহিলা হকি দলের অধিনায়ক ঔ চি সিয়া, আজ (রোববার) রাতে অনুষ্ঠেয় প্যারিস অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠানে, চীনা ক্রীড়া প্রতিনিধিদলের পক্ষে জাতীয় পতাকা বহন করবেন।

লি ফা পিন প্যারিস অলিম্পিকে পুরুষদের ৬১ কেজি বিভাগে স্বর্ণপদক জয় করেন। আর ঔ চি সিয়া চীনা মহিলা হকি দলকে নেতৃত্ব দিয়ে অলিম্পিকের রৌপ্যপদক জিতে নেন।

উল্লেখ্য, অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদলের পতাকাবাহী ছিলেন টেবিল টেনিস খেলোয়াড় মা লং ও সিঙ্ক্রোনাইজড সাঁতারের ফেং ইউ।

Share this story on

Messenger Pinterest LinkedIn