বিশ্ব উসু দিবস পালিত
আগস্ট ১১: গতকাল (শনিবার) ছিল সপ্তম ‘বিশ্ব উসু দিবস’। আন্তর্জাতিক উসু ফেডারেশন বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি পালন করে।
দিবসের আগে ‘বিশ্ব উসু দিবসের সেরা কার্যক্রম’, ‘বিশ্ব উসু দিবসের সেরা মাইক্রো কার্যক্রম’, এবং ‘বিশ্ব উসু দিবসের সবচেয়ে সৃজনশীল কার্যক্রম’ পুরস্কার প্রবর্তন করে ফেডারেশন।
চলতি বছর ‘বিশ্ব উসু দিবস’-এর মূল প্রতিপাদ্য ছিল ‘উসু: সম্প্রীতি, স্বাস্থ্য ও সুখ’। আন্তর্জাতিক উসু ফেডারেশনের চেয়ারম্যান কাও জিতান বলেন, উসু শরীরকে শক্তিশালী করে, আত্মরক্ষায় সাহায্য করে। এটি মানবজাতির অভিন্ন সম্পদ এবং মানবজাতির অভিন্ন মূল্যবোধের প্রতিফলক।