বাংলা

‘বেইজিং সেন্ট্রাল এক্সিস’ আনুষ্ঠানিকভাবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত

CMGPublished: 2024-07-27 17:02:21
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: ‘বেইজিং সেন্ট্রাল এক্সিস’ আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৬তম সেশনে এ অন্তর্ভুক্তির কথা জানানো হয়।

বেইজিং সেন্ট্রাল এক্সিস হলো, একগুচ্ছ প্রাচীন ভবনের অবস্থান, যা চীনা রাজধানীর আদর্শ গঠনক্রম প্রদর্শন করছে। এর মোট দৈর্ঘ্য ৭.৮ কিলোমিটার এবং যা ১৩ শতকের পর থেকে চীনা ইতিহাসের সবচে গুরুত্বপূর্ণ ভবনগুলোর একটি সিরিজকে একত্রিত করে। এটি চীনা সভ্যতার একটি অনন্য সাক্ষী এবং সবচে দীর্ঘতম এবং সবচে সম্পূর্ণ প্রাচীন নগর কেন্দ্র। ৭০০ বছরেরও বেশি আগে ডিজাইনাররা মহাবিশ্বের ঐতিহ্যগত চীনা দৃষ্টিভঙ্গি থেকে অনুপ্রেরণা পেয়েছিলেন এবং তারা বিশ্বাস করতেন যে, এই রেখাটি আকাশের তারার সাথে সংযুক্ত না হওয়া পর্যন্ত অসীমভাবে প্রসারিত হতে পারে।

Share this story on

Messenger Pinterest LinkedIn