বাংলা

চীনের কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে আরো ৪৭৫ মিলিয়ন ইউয়ান বরাদ্দ

CMGPublished: 2024-07-27 17:00:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: চীনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ববর্তী কাজের উপর ভিত্তি করে অর্থ মন্ত্রণালয় এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে গতকাল (শুক্রবার) আরো ৪৭৫ মিলিয়ন ইউয়ান বরাদ্দ করেছে। এ তহবিল দিয়ে আনহুই, চিয়াংসি, হ্যনান, হুনান, সিছুয়ান এবং শায়ানসিসহ ছয়টি প্রদেশে বন্যা-দুর্যোগ ত্রাণ ও জরুরি উদ্ধার চালানো, যথাযথ পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করা, জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং যত তাড়াতাড়ি সম্ভব দুর্যোগ এলাকায় স্বাভাবিক উৎপাদন ও জীবনযাত্রায় শৃঙ্খলা ফিরিয়ে আনা যাবে।

অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রাদেশিক অর্থ বিভাগগুলোকে অবিলম্বে দুর্যোগ এলাকায় তহবিল বরাদ্দ করা এবং বন্যা প্রতিরোধ ও ত্রাণ তহবিল নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অনুরোধ জানিয়েছে, যাতে দুর্যোগ ত্রাণ তহবিলের তত্ত্বাবধানকে কার্যকরভাবে শক্তিশালী করা, তহবিল আটক, আত্মসাৎ, অপব্যবহার এবং অন্যান্য অনিয়ম দৃঢ়ভাবে প্রতিরোধ করা যায় এবং সমস্ত দুর্যোগ ত্রাণ তহবিল দুর্যোগ এলাকা ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ব্যবহার করা যায়।

Share this story on

Messenger Pinterest LinkedIn