বাংলা

আইএমএফের সংস্কার জোরদারের আহ্বান জি-২০’র

CMGPublished: 2024-07-27 16:39:56
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: জি-২০’র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের দু’দিনব্যাপী বৈঠক গতকাল (শুক্রবার) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে শেষ হয়েছে। বৈঠকের পর গৃহীত যৌথ বিবৃতিতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংস্কার জোরদার করা, বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

যৌথ বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয় যে, বিশ্বব্যাপী আর্থিক নিরাপত্তা নেটওয়ার্কের মূল হিসেবে একটি শক্তিশালী, কোটা-ভিত্তিক এবং পর্যাপ্ত সম্পদের আইএমএফ প্রতিষ্ঠা করবে, এবং বিভিন্ন দেশের টেকসই উন্নয়ন সমস্যা ও বৈশ্বিক আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আরও ন্যায়সঙ্গত, স্থিতিশীল ও কার্যকর আন্তর্জাতিক কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এ জন্য আন্তর্জাতিক কর সহযোগিতা মন্ত্রী পর্যায়ের ঘোষণা প্রকাশ করা হয়েছে। এতে কর স্বচ্ছতা জোরদার করা, করের ভিত্তি ক্ষয় ও মুনাফা স্থানান্তর রোধ করা, অতি-উচ্চ সম্পদের ব্যক্তিদের জন্য প্রগতিশীল করের হার বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।

বৈঠকের সমন্বয়কারী ও ব্রাজিলের অর্থমন্ত্রী ফার্নান্দো বৈঠকের শেষে একটি সংবাদ সম্মেলনে বলেন, এই যৌথ বিবৃতিতে বিশ্বের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র সম্পর্কে জি-২০’র বোঝাপড়া প্রকাশ করা হয়, এর লক্ষ্য হল আরও স্বচ্ছ ও ন্যায্য কর ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং আরও ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় অবদান রাখবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn