বাংলা

রেনআই রিফে ‘আটকে পড়া’ ফিলিপাইনের যুদ্ধজাহাজ বিষয় নিয়ে চীনা কোস্টগার্ডের বক্তব্য

CMGPublished: 2024-07-27 15:11:24
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৭: চীন ও ফিলিপাইনের পৌঁছানো অস্থায়ী মতৈক্য অনুসারে আজ (শনিবার) ম্যানিলা একটি বেসামরিক জাহাজ পাঠিয়ে রেনআই রিফে ‘আটকে পড়া’ তাদের যুদ্ধজাহাজকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করেছে। চীনা কোস্টগার্ড এই প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছে। কোস্টগার্ডের মুখপাত্র কান ইয়ু আজ এ খবর জানান।

তিনি বলেন, চীন আশা করে ফিলিপাইন নিজের প্রতিশ্রুতি মেনে চীনের সঙ্গে সামুদ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। চীনা কোস্টগার্ড অব্যাহতভাবে রেনআই রিফসহ নানশা দ্বীপপুঞ্জ ও এর আশ-পাশের জলসীমার অধিকার রক্ষা ও আইনি কার্যক্রম চালিয়ে যাবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn