বাংলা

জলবায়ু ও কার্বন পর্যবেক্ষণে অত্যাধুনিক স্যাটেলাইট চালু হলো চীনে

CMGPublished: 2024-07-26 19:04:46
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: বায়ুমণ্ডলীয় পরিবেশ পর্যবেক্ষণ স্যাটেলাইট এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কার্বন মনিটরিং স্যাটেলাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে চীনে। বৃহস্পতিবার চীনের জাতীয় মহাকাশ প্রশাসন (সিএনএসএ) জানিয়েছে এ তথ্য।

সিএনএসএ কর্মকর্তারা জানালেন, কক্ষপথে পরীক্ষার সময় স্যটোলাইটগুলো ইতোমধ্যেই পরিবেশগত পরিবেশ, বনজ, তৃণভূমি, ভৌগলিক জরিপ, আবহাওয়া, কৃষি এবং জরুরি দুর্যোগ প্রতিক্রিয়াসহ একাধিক এলাকার ফলাফল প্রদর্শন করেছে।

দুটি স্যাটেলাইট বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে কার্যকরভাবে মোকাবেলা করতে এবং কার্বন নিরপেক্ষতা অর্জনে চীনের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে বলে জানায় সিএনএসএ।

সিএনএসএ’র তথ্যানুসারে, বায়ুমণ্ডলীয় পর্যবেক্ষণ স্যাটেলাইটটিতে বিশ্বে প্রথমবারের মতো সক্রিয় লেজার সনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে হাইপারস্পেকট্রাল, মাল্টিস্পেকট্রাল এবং নিখুঁত পোলারাইজেশন কৌশলের ব্যবহারও করা হয়েছে।

স্যাটেলাইটটি বায়ুমণ্ডলীয় দূষণকারী সূক্ষ্ম কণা, গ্রিনহাউস গ্যাস, মেঘ, অ্যারোসল, ভূমিপৃষ্ঠ এবং জলাশয়ের উপাদানগুলোর ওপর ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ পরিচালনা করতে সক্ষম।

সিএনএসএ জানিয়েছে, টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম কার্বন মনিটরিং স্যাটেলাইটটির নাম কৌমাং। প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়ায় বন-জঙ্গলের কার্বনের পরিমাণ নির্ধারণে এটি বিশ্বের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট।

লেজার, মাল্টি-অ্যাঙ্গেল, মাল্টিস্পেকট্রাল, হাইপারস্পেকট্রাল এবং পোলারাইজেশন কৌশল সহ, গাছপালা এবং বায়ুমণ্ডলীয় অ্যারোসোল বণ্টনের পরিমাণ নির্ণয় করতে পারবে।

বায়ুমণ্ডলীয় স্যাটেলাইটটি গত ২০২২ সালের ১৬ এপ্রিল, এবং টেরেস্ট্রিয়াল ইকোসিস্টেম স্যাটেলাইটটি ২০২২ সালের ৪ আগস্ট উৎক্ষেপণ করেছে, উত্তর শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn