বাংলা

পূর্ব এশিয়ায় যোগাযোগ ও সহযোগিতা করতে পারে চীন-রাশিয়া: ওয়াং ই

CMGPublished: 2024-07-26 19:01:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর (আসিয়ান) সংলাপের অংশীদার হিসেবে পূর্ব এশিয়া সহযোগিতার বিষয়ে যোগাযোগ ও সমন্বয় বজায় রাখতে পারে চীন ও রাশিয়া। বৃহস্পতিবার লাওসের রাজধানী ভিয়েনতিয়েনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং বলেন, চীন-রাশিয়া সম্পর্ক পরিপক্ক, স্থিতিশীল, স্থিতিস্থাপক এবং স্বাধীন। সম্পর্কটি দৃঢ় রাজনৈতিক পারস্পরিক বিশ্বাস, কৌশলগত সমন্বয় এবং ব্যাপক সহযোগিতার সম্ভাবনাকে গভীরতর করছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, অস্থির ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতি এবং বাহ্যিক বাধার মুখে চীন বন্ধুত্বের মূল আকাঙ্খাকে সমুন্নত রাখতে, একে অপরের মূল স্বার্থ রক্ষা করতে রাশিয়ার সঙ্গে কাজ করতে প্রস্তুত।

লাভরভ ২০তম সিপিসি কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের সফল সমাপ্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্বখ্যাত আয়োজনটি কেবল চীনের নিজস্ব উন্নয়নের জন্যই নয়, বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্যও তাৎপর্যপূর্ণ।

তিনি বলেন, দুই রাষ্ট্রপ্রধানের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, রাশিয়া ও চীন ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে, কৌশলগত সহযোগিতা জোরদার করেছে, যৌথভাবে একটি ন্যায্য ও ন্যায়সঙ্গত আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রেখেছে, প্রকৃত বহুপাক্ষিকতা চর্চা করেছে এবং বহুমুখী বিশ্বের বিনির্মাণে ইতিবাচক শক্তি প্রবেশ করেছে।

রাশিয়া আসিয়ানের কেন্দ্রীয় ভূমিকাকে সমর্থন করতে এবং বহিরাগত শক্তির হস্তক্ষেপ ও অনুপ্রবেশ রোধ করতে চীনের সঙ্গে কাজ করবে বলেও উল্লেখ করেন সের্গেই।

উভয় পক্ষ শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) এবং ব্রিকসের মতো বহুপাক্ষিক ব্যবস্থার মধ্যে সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছেন।

ওয়াং বলেন, ব্রিকসের পর্যায়ক্রমিক চেয়ার হিসেবে দায়িত্ব পালনে এবং রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিতব্য আসন্ন শীর্ষ সম্মেলনের প্রস্তুতিতে চীন রাশিয়াকে পূর্ণ সমর্থন করে। রাশিয়া এসসিওর পর্যায়ক্রমিক সভাপতিত্ব গ্রহণে চীনকে পূর্ণ সমর্থন করে বলেও জানান লাভরভ।

অন্যদিকে, ফিলিস্তিনি দলগুলোর দ্বারা বিভক্তির অবসান এবং ফিলিস্তিনি জাতীয় ঐক্যকে শক্তিশালী করার বিষয়ে বেইজিং ঘোষণাপত্র স্বাক্ষরের সফলভাবে প্রচারের জন্য চীনকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে রাশিয়া মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধারে কাজ করবে।

ফয়সল/শান্তা

তথ্য ও ছবি: সিজিটিএন

Share this story on

Messenger Pinterest LinkedIn