বাংলা

কেনিয়ায় চীনা গণমুক্তি ফৌজের প্রতিষ্ঠা-বার্ষিকীর অনুষ্ঠান

CMGPublished: 2024-07-26 17:20:11
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬: চীনা গণমুক্তি ফৌজের ৯৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে, কেনিয়ায় চীনা দূতাবাস, গতকাল (বৃহস্পতিবার) এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

চীনা রাষ্ট্রদূত চৌ ফিং চিয়ান, সামরিক অ্যাটাশে ছিউ ইয়া ওয়েই, কেনিয়ার প্রতিরক্ষা বাহিনীর ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ওরমান্ডা, কেনিয়ার প্রতিরক্ষা একাডিমের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মউইনিকেই, এবং বিভিন্ন দেশের সামরিক অ্যাটাশেবৃন্দসহ ২ শতাধিক অতিথি এতে অংশগ্রহণ করেন।

রাষ্ট্রদূত চৌ অনুষ্ঠানে বলেন, চীনা গণমুক্তি ফৌজ হলো দেশের স্বার্থ সুরক্ষার প্রশ্নে স্টিলের গ্রেটওয়াল এবং বিশ্বের শান্তি সুরক্ষার দৃঢ় শক্তি। চীন অব্যাহতভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতি মেনে চলবে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় অবদান রাখবে।

ওরমান্ডা চীনা প্রতিরক্ষা বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি চীনের সাথে বিশ্বের শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা সুরক্ষায় একযোগে কাজ করতে তার দেশের আগ্রহের কথা জানান।

Share this story on

Messenger Pinterest LinkedIn