বাংলা

চীন-রাশিয়া-লাওস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত

CMGPublished: 2024-07-26 16:08:16
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬: স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার) ভিয়েনতিয়েনে, প্রথম চীন-রাশিয়া-লাওস পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

লাওসের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শ্যারন সাই, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বৈঠকে অংশগ্রহণ করেন।

এতে ওয়াং ই বলেন, বর্তমানে বিশ্ব দ্রুত পরিবর্তনশীল এক অশান্ত সময়পর্বে প্রবেশ করেছে। আন্তর্জাতিক ব্যবস্থা গভীর সমন্বয়ের মধ্য দিয়ে সামনে এগুচ্ছে এবং বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধারকাজ অনেক কঠিন হয়ে পড়েছে। আধিপত্যবাদ, একতরফাবাদ ও সংরক্ষণবাদের দাপট ক্রমশ বাড়ছে। তবে আশার কথা, শান্তি, উন্নয়ন, সহযোগিতা, এবং জয়-জয় চেতনা আন্তর্জাতিক সমাজ থেকে এখনও হারিয়ে যায়নি। বিশ্বের বহুমেরুকরণ, অর্থনৈতিক বিশ্বায়ন, এবং আন্তর্জাতিক সম্পর্কের গণতন্ত্রীকরণ এখনও বিশ্বের সাধারণ প্রবণতা।

ওয়াং ই জোর দিয়ে বলেন, চীন, রাশিয়া ও লাওস এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদীয়মান তিন অর্থনীতি এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নকে এগিয়ে নেওয়ার গঠনমূলক শক্তি। তিনটি দেশের মধ্যে সহযোগিতা জোরদার হলে কেবল সাধারণ স্বার্থ রক্ষিত হবে না, বরং তা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর ঐক্য ও সহযোগিতার একটি সুস্পষ্ট বার্তা প্রেরণ করবে।

অনুষ্ঠানে লাভরভ ও শ্যারন সাই আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে চীনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, চীন, রাশিয়া ও লাওস একে অপরের সাথে আন্তরিক আচরণ করে এবং একে অপরকে সমর্থন করে। বড় বড় ইস্যুতে তিনটি দেশের অবস্থান অভিন্ন। ত্রিপক্ষীয় সহযোগিতা এই তিনটি দেশের জনগণের জন্য আরও কল্যাণ বয়ে আনবে।

Share this story on

Messenger Pinterest LinkedIn