বাংলা

খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

CMGPublished: 2024-07-26 10:52:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৬: টানা কয়েকদিন ধরে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাতে ব্যাপক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে এবং স্থানীয় অবকাঠামো ব্যবস্থাপনাও ধ্বংস হয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য এবং চিকিত্সা সম্পদের দারুণ অভাব দেখা দিয়েছে।

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরো অনেক শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে খান ইউনিসের রাস্তায় অনেক শরণার্থী দেখা যায়। তারা অন্যান্য এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছে, তবে, তাদের সড়কেই থাকতে হচ্ছে।

গাজার দক্ষিণাঞ্চলের নাসের হাসপাতালে আহত মানুষের ব্যাপক ভিড় দেখা যায়। ওই হাসপাতালের চিকিত্সা সেবা দেওয়ার সীমা ছাড়িয়ে গেছে। অনেক গুরুতর রোগী সময়মতো চিকিত্সা নিতে পারছে না।

স্থানীয় হাসপাতালের চিকিত্সক মোহাম্মদ বলেন, কয়েক ঘণ্টার মধ্যে হাসপাতাল অনেক হতাহতকে গ্রহণ করেছে। টানা ৭ ঘণ্টায় অনেকেই হাসপাতালের জরুরি অপারেশনের জন্য এসেছেন। তবে, দুঃখজনক হলো, তাদের অনেককেই জরুরি চিকিত্সা দেওয়া যায় নি।

Share this story on

Messenger Pinterest LinkedIn