বাংলা

লাওসের প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক

CMGPublished: 2024-07-25 18:11:57
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫: লাওস সফররত চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, আজ (বৃহস্পতিবার) ভিয়েনতিয়েনে, সেদেশের প্রধানমন্ত্রী সোনেক্সাই সাইফানডানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

বৈঠকে সাইফানডান বলেন, চলতি বছর হলো দু’দেশের মধ্যে সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে ওঠার ১৫তম বার্ষিকী। দু’দেশের নেতাদের কৌশলগত দিকনির্দেশনায়, দু’দেশের সম্পর্ক উচ্চ মানে উন্নীত হয়েছে ও হচ্ছে। লাওস চীনের সাথে দু’দেশের অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক। তিনি আরও বেশি চীনা প্রতিষ্ঠানকে লাওসে বিনিয়োগ করতেও আহ্বান জানান।

জবাবে ওয়াং ই বলেন, চীন বর্তমানে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন ও সার্বিকভাবে সংস্কার গভীরতর করার কাজ করছে। লাওসের সাথে দেশ-প্রশাসনের অভিজ্ঞতা বিনিময় করতে বেইজিং আগ্রহী বলেও জানান তিনি।

Share this story on

Messenger Pinterest LinkedIn