বাংলা

চীনা মুদ্রায় যাত্রীবাহী বিমান লিজ নিলো তুর্কি এয়ারলাইন

CMGPublished: 2024-07-25 18:05:28
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৫: তুর্কি এয়ারলাইন, প্রথমবারের মতো, চীনা মুদ্রা আরএমবি ব্যবহার করে, ৩টি এয়ারবাস এ৩৫০ যাত্রীবাহী বিমান লিজ নিয়েছে। তুরস্কের আনাদোলু নিউজ এজেন্সি গতকাল (বুধবার) এ তথ্য জানায়।

এভিআইসি আন্তর্জাতিক লিজিং কর্পোরেশন এবং সিসিবন ফাইন্যান্সিয়াল লিজিং কর্পোরেশনের মাধ্যমে বিমান ৩টি লিজ নেওয়া হয়। বিমানগুলো চলতি বছরের মে ও জুলাই মাসে তুর্কি এয়ারলাইনে যুক্ত হয়েছে।

উল্লেখ্য, তুর্কি এয়ারলাইন তুরস্কের বৃহত্তম এয়ারলাইন। এটি ১৯৩৩ সালে যাত্রা শুরু করে এবং এর সদর দফতর ইস্তাম্বুলে অবস্থিত।

Share this story on

Messenger Pinterest LinkedIn