বাংলা

‘চীনের সাথে সহযোগিতা জোরদারে আগ্রহী কঙ্গো প্রজাতন্ত্র’

CMGPublished: 2024-07-24 17:34:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৪: কঙ্গো প্রজাতন্ত্র চীনের সাথে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়াতে, বাস্তব সহযোগিতা জোরদার করতে, এবং সার্বিকভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করতে আগ্রহী। দেশটির প্রেসিডেন্ট ডেনিস সাসু-নুয়েসো, গতকাল (মঙ্গলবার) ব্রাজাভিলে, চীনের আফ্রিকাবিষয়ক প্রতিনিধি লিউ ইউ সি’র সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

তিনি বলেন, তাঁর দেশ চীনের সাথে ঐতিহ্যগত মৈত্রীর ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে তিনি চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনে অংশগ্রহণ করতে বেইজিং সফরের অপেক্ষায় আছেন বলেও জানান প্রেসিডেন্ট ডেনিস।

এ সময় লি ইউ সি বলেন, দু’দেশের সম্পর্ক আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ। নেতৃবৃন্দের যথাযথ দিকনির্দেশনায়, দু’দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ক, উন্নত থেকে উন্নততর হচ্ছে। চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষসম্মেলনের সুযোগ ধরে, কঙ্গো প্রজাতন্ত্রের সাথে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা জোরদার করতে বেইজিংও ইচ্ছুক।

Share this story on

Messenger Pinterest LinkedIn