বাংলা

হংকংয়ে ৩৪তম বইমেলা শেষ হয়েছে

CMGPublished: 2024-07-24 11:58:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুলাই ২৪: গতকাল (মঙ্গলবার) হংকংয়ে ৩৪তম বইমেলা শেষ হয়েছে। টানা ৭ দিনে প্রায় ৯.৯ লাখ পার্সটাইমস মানুষ বইমেলা পরিদর্শন করেছেন।

হংকং বাণিজ্য উন্নয়ন ব্যুরোর কর্মকর্তা চাং শু ফেন বলেন, এবার বইমেলার মাধ্যমে বিভিন্ন মহলের মানুষের যোগাযোগ হয়েছে এবং বইমেলার সেমিনার ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে, চীনের মূলভূভাগ থেকে অনেক পর্যটক এ মেলায় অংশ নিয়েছেন।

বইমেলা চলাকালে প্রায় গবেষণা সংস্থার জরিপে ৮২০জন অংশ নিয়েছেন। এতে পাঠকদের বই পড়ার অভ্যাস ও বই কেনার আগ্রহ বিশ্লেষণ করা হয়। জরিপ থেকে জানা গেছে, এ বইমেলায় তাদের মাথাপিছু বই কেনার খরচ ৯১২ হংকং ডলার, যা গত বছরের তুলনায় ৪.৬ শতাংশ বেশি। এ খরচ বার্ষিক বই কেনার গড়পড়তা খরচের ৭৪ শতাংশ। এ থেকে বোঝা যায়, হংকং বই মেলা একটি গুরুত্বপূর্ণ বই বিক্রির প্ল্যাটফম।

উল্লেখ্য, ১৭ জুলাই থেকে এ বইমেলা হংকং প্রদর্শনী কেন্দ্রে শুরু হয়। সেইসাথে সঙ্গে হংকংয়ে খেলাধুলা ও অবসর মেলা এবং জলখাবার মেলাও আয়োজন করা হয়। তিনটি অনুষ্ঠানে বিশ্বের ৭৬০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

Share this story on

Messenger Pinterest LinkedIn